পোরশা উপজেলায় ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ০২টি ডিগ্রী কলেজে Online Class চলমান রয়েছে। সকল ক্লাস Porsha Online school Facebook পেজে অনলাইন ক্লাসগুলো আপলোড করা হচ্ছে। এছাড়াও সকল ক্লাসগুলো ডিজিটাল মনিটরিং সিস্টেম অ্যাপসের (DMS Apps) মাধ্যমে ড্যাসবোর্ডে আপলোড করা হচ্ছে। বিগত 03 বছরে পোরশা উপজেলায় প্রায় 5 লক্ষ্য 59 হাজার 320 টি মাধ্যমিক, এবতেদায়ী,দাখিল, এসএসসি-ভোকেশনাল এবং দাখিল-ভোকেশনাল শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়। বিগত বছরে ০৬ টি প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করা হয়। মুজিব বর্ষে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গমাতা স্থাপন করা হয়েছে। ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান বিগত ৩ বছরে প্রায় ৩৭৫ বার নিয়মিত পরিদর্শন করা হয়। গত ১ বছরে ১০০টির ও বেশি এমপিও আবেদন নিষ্পত্তি করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বল্পউন্নয়নশীল দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তোরণের মেলায় অংশগ্রহন করে দ্বিতীয় স্থান অর্জন করে এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা ইনোভিশন প্রতিযোগিতায় অংশগ্রহন করে তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন কর্তৃক অর্পিত বিভিন্ন দায়িত্ব সুষ্ঠ ও সফলতার সাথে পালন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস